লাইব্রেরি
কলেজে একটি আধুনিক মান সম্পন্ন গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়েছে। গ্রন্থাগারটিতে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্র-পত্রিকা ছাড়াও বর্তমানে প্রায় সাত হাজার মূল্যবান বই | পত্র রয়েছে। প্রতি বছরই নতুন বই-পত্র সংযােজনের মাধ্যমে গ্রন্থাগারটি ক্রমাগত | সমৃদ্ধিশালী করা হচ্ছে। উল্লেখ্য যে, ২০২১ সালে ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করা হবে । ছাত্রদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য প্রতি শ্রেণির ছাত্রদের সাপ্তাহিক ক্লাস রুটিনে একটি করে গ্রন্থাগার ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। ছাত্র-শিক্ষক-কর্মচারী সবাই প্রয়োজনীয় নিয়ম-কানুন মেনে এ গ্রন্থাগারটি ব্যবহার করতে পারেন।