সহ-সভাপতি
খুলনা পাবলিক কলেজ দক্ষিনবঙ্গের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৯৮৭ সালে খুলনাঞ্চলের জন্য ক্যাডেট কলেজের বিকল্প হিসাবে প্রতিষ্ঠিত সুন্দরবন বয়েজ পাবলিক স্কুল সময়ের পরিক্রমায় আজ খুলনা পাবলিক কলেজ হিসাবে স্বমহিমায় অধিষ্ঠিত। মাননীয় সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর সভাপতিত্বে গঠিত অতি উচ্চক্ষমতা সম্পন্ন বোর্ড অব গভর্নরস কর্তৃক পরিচালিত খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনির শিক্ষা কোরের লেঃ কর্নেল পদমর্যাদার কর্মকর্তা বাংলাদের সরকার কর্তৃক নিযুক্ত রয়েছেন। দক্ষ, মেধাবী ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে খুলনা পাবলিক কলেজ “এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়”- এই মূলমন্ত্রকে ধারণ করে ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছে এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার উন্নতি সাধনের মাধ্যমে সেই অগ্রযাত্রায় আরো অগ্রনী হচ্ছে।
খুলনা পাবলিক কলেজ শিক্ষাদান এবং উদ্ভাবনী ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার মাধ্যমে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সাফল্যের স্বার্থক অংশীদার হবে সেই আশাবাদ ও শুভকামনা।
কমিশনার, খুলনা বিভাগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ও
সহ-সভাপতি
বোর্ড অব গভর্নরস, খুলনা পাবলিক কলেজ