অধ্যক্ষ

অধ্যক্ষ

লে. কর্নেল মুনীর আব্বাস, পিএসসি, পদাতিক


লে. কর্নেল মুনীর আব্বাস, পিএসসি, পদাতিক ১৯৮০ সালে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। গাজীপুর জেলা নিবাসী লে. কর্নেল মুনীর ১৯৯৫ সালে বিএআরআই হাই স্কুল থেকে এসএসসি এবং ১৯৯৭ সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং ২০০১ সালে পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি সামরিক জীবনে সকল বাধ্যতামূলক প্রশিক্ষণ এর পাশাপাশি আর্মি কমান্ডো কোর্স, রিগার কোর্স, অফিসার্স বোম্ব ও আইইডি ডিসপোজাল কোর্স, ইউনিট লিডারশিপ ট্রেনিং, কাউন্টার টেররিজম কোর্স (পাকিস্তান), কম্ব্যাট ট্র্যাকিং কোর্স (মালয়েশিয়া), সিআইইডি (ভারত), স্কুবা ডাইভিং কোর্স, ফিন্যানসিয়াল ম্যানেজমেন্ট ট্রেনিং এবং ইউ এন কন্টিনজেন্ট কমান্ডারস কোর্স সম্পন্ন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কোর্সের একজন গ্র্যাজুয়েট এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে মাস্টার্স ইন মিলিটারি স্টাডিজ সম্পন্ন করেন। তিনি জাতিসংঘ মিশনে আইভোরিকোস্ট এবং সুদানে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পদাতিক ব্যাটালিয়ন, প্যারা কমান্ডো ব্যাটালিয়ন, বাংলাদেশ সেনাবাহিনীর স্বনামধন্য প্রশিক্ষণ সংস্থা এসআইএন্ডটি’তে প্রশিক্ষক, প্যারা কমান্ডো ব্রিগেডের বিএম, একটি পদাতিক ব্যাটালিয়ন ও প্যারা পদাতিক ব্যাটালিয়নের উপ অধিনায়ক ও অধিনায়ক এবং আর্মি এভিয়েশন গ্রুপে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষণ, বৈদেশিক মিশন ও ভ্রমণের উদ্দেশ্যে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সুদান, আইভোরিকোস্ট, লাইবেরিয়া, মিসর ও যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন। লে. কর্নেল মুনীর আব্বাস, পিএসসি বিবাহিত এবং দুইজন পুত্র সন্তানের জনক।